Tuesday, October 20, 2020

আমি, শ্রীজাত

 কবিতা পড়ে কত অসংখ্য মানুষ

কিন্তু তোমার আমার মত কজন পড়ে বলো?

আমরা ভাঙা রাস্তায় ঘোড়া খুঁজি

আর চৈত্র সেলে ফাল্গুনের কাঁচা আলো।

এগরোলে আর ঝাল লাগেনা তোমার

আমিও ছেড়েছি পেয়াঁজ অনেকদিন হলো,

বয়স তোমার কমেছে কিছুটা ঠিকই

কোমড় যদিও বেড়ে ছলেছে ভালোই।

তোমার কাজল মিশতে চায়না কাদায়

রংমশাল তাই ভিজছে ফিকে সাদায়,

আমার কাঁধে ঝুলছে অতীত খাতা

অঙ্ক ভুল আজও তোমায় মানায়।

হাতঘড়িতে দম দিচ্ছে কবীর মিয়াঁ

শহর বলছে সাজবে ভিক্টোরিয়া

তোমার কিছুই যায়না এসে তাতে

তাই বৃষ্টির ভয়ে কাঁপছে পরকীয়া ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...