Tuesday, October 20, 2020

ছোট্ট গান

 আকাশ খুলে জলের কিছু আনাগোনা

মেঘের ফাঁকি আজও দাম দিয়ে কেনা

তোমার স্মৃতি খোঁজে আমায় সাথে

নিয়ে চিঠির পালক জমা খাতা,

আমি তো আর ফিরে ফিরে আসবো না;


বিকেল গুলো ভুলতে ভুলতে

আর সন্ধ্যে নামতে

তুমি কুড়িয়ে নিচ্ছ রাত;

পথের দাবি ঠেলতে ঠেলতে

যদি ভোর খুঁজতে

ভাবো বাড়িয়ে দিতে হাত ।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...