শীতের ঘাসে শিশির পড়তে পারে,
কিন্তু সেই ঘাস বড় আলসে
রোদকে যেমন প্রশ্ন করো না কেন দেরী করলে,
ঘাসের ক্ষেত্রে human rights পায়ের তলে?
স্নিগ্দ্ধ শিশির লেপ্টে যায় জুতোর ময়লায়
ঘাস তাকেও ধারণ করে, ক্ষমতায় মানায়;
পরদিন ভোরে শিশিরেই স্নান করে ঘাস,
চলছে চলুক, সূর্য আর পায়ের সন্ত্রাস।
কিন্তু সেই ঘাস বড় আলসে
রোদকে যেমন প্রশ্ন করো না কেন দেরী করলে,
ঘাসের ক্ষেত্রে human rights পায়ের তলে?
স্নিগ্দ্ধ শিশির লেপ্টে যায় জুতোর ময়লায়
ঘাস তাকেও ধারণ করে, ক্ষমতায় মানায়;
পরদিন ভোরে শিশিরেই স্নান করে ঘাস,
চলছে চলুক, সূর্য আর পায়ের সন্ত্রাস।
No comments:
Post a Comment