Thursday, November 30, 2017

Biswabangali

ঠান্ডা নামিয়ে সূর্য মেঘ মুড়ি দিয়েছে;
 বরফ পড়েনি, হয়তো ভুলেই গেছে ?
এখানকার সাপেরা ঘুমিয়ে আছে,
তুমিও ঘুমাও। কে আটকেছে?

কাঠের ফাঁক দিয়ে ভেসে আসে তোমার ভাষা
যেমন মধ্যরাতে লেপের নিচে কুয়াশা
উত্তাপের আলপিন গেঁথে দিয়ে যায় দেহে
তেমনি তোমার চশমা, চিবুক গেঁথে দিয়েছে মোরে।

মন চাইনা তোমার থেকে, মনের ওজন বড়
মনের মাইনে কষতে গিয়ে হোঁচট খেতে পারো ;
তার চেয়ে বরং বাংলা ভাষায় শরীর নিয়ে খেলি
আমিও প্রেমিক, প্রেম বিলাতে বিলেত ঘুরতে জানি।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...