Thursday, November 30, 2017

Joker der proti


বেশ করেছি,
গান ধরেছি।
রাস্তা তোমার বাপের?

নিজের খেয়ে
নিজের ছাড়ি,
নিজের-ই পকেট কেটে!

আমার কথায়
কান দিয়েছো
মন দাওনি কেন?

মনের বুঝি
অনেক দেমাক?
মন চাইতে পারো!

ভাবছো হঠাৎ
শান্ত ছেলের
এ কি হলো আবার?

আর ভেবো না,
পড়ার টেবিলে
 "উড়ন্ত সব জোকার" !
 

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...