Thursday, November 30, 2017

Joker der proti


বেশ করেছি,
গান ধরেছি।
রাস্তা তোমার বাপের?

নিজের খেয়ে
নিজের ছাড়ি,
নিজের-ই পকেট কেটে!

আমার কথায়
কান দিয়েছো
মন দাওনি কেন?

মনের বুঝি
অনেক দেমাক?
মন চাইতে পারো!

ভাবছো হঠাৎ
শান্ত ছেলের
এ কি হলো আবার?

আর ভেবো না,
পড়ার টেবিলে
 "উড়ন্ত সব জোকার" !
 

Biswabangali

ঠান্ডা নামিয়ে সূর্য মেঘ মুড়ি দিয়েছে;
 বরফ পড়েনি, হয়তো ভুলেই গেছে ?
এখানকার সাপেরা ঘুমিয়ে আছে,
তুমিও ঘুমাও। কে আটকেছে?

কাঠের ফাঁক দিয়ে ভেসে আসে তোমার ভাষা
যেমন মধ্যরাতে লেপের নিচে কুয়াশা
উত্তাপের আলপিন গেঁথে দিয়ে যায় দেহে
তেমনি তোমার চশমা, চিবুক গেঁথে দিয়েছে মোরে।

মন চাইনা তোমার থেকে, মনের ওজন বড়
মনের মাইনে কষতে গিয়ে হোঁচট খেতে পারো ;
তার চেয়ে বরং বাংলা ভাষায় শরীর নিয়ে খেলি
আমিও প্রেমিক, প্রেম বিলাতে বিলেত ঘুরতে জানি।

Wednesday, November 29, 2017

Itikatha

৭০ আর '১৭, কতটা বদলেছে তোমাদের শহর?
শহরের বুক ধুয়ে যায় মিশকালো রঙিন জলে ;
হলদে আলোয় তাপ নিচ্ছে মাঝবয়সের শেকড়
সব জল-ই গঙ্গামুখী এলোমেলো নর্দমা-তলে !

ময়দানে তারার নিচে এখনো ফ্যাকাশে মুখের ভীড়
যেন আকাশ ধরে রেখেছে প্রেমিকার ঔদার্য ;
বৃষ্টি মিথ্যে আশা দেবে ভেঙে অন্য পাখির নীড়
তাই ডিম্ পারবে নতুন প্রেম, ভাবে ক্ষুদার্থ ।

তোমার শহর আসলে তুমি আর তোমার ভেতর;
মসৃন-এর গায়ে আঁচড় দিয়ে গেছে কাঁচের কণায় ,
কবিতার আড়ালে তাই খুঁজে বেড়াও শীতের চাদর,
আজও তুমি গেয়ে চলেছো ৯০-এর 'তোমাকে চাই'।

Wednesday, November 8, 2017

Snan

শীতের ঘাসে শিশির পড়তে পারে,
কিন্তু সেই ঘাস বড় আলসে

রোদকে যেমন প্রশ্ন করো না কেন দেরী করলে,
ঘাসের ক্ষেত্রে human rights পায়ের তলে?

স্নিগ্দ্ধ শিশির লেপ্টে যায় জুতোর ময়লায়
ঘাস তাকেও ধারণ করে, ক্ষমতায় মানায়;

পরদিন ভোরে শিশিরেই স্নান করে ঘাস,
চলছে চলুক, সূর্য আর পায়ের সন্ত্রাস।

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...