Saturday, December 24, 2016

Unmatch the following

মেঘ ডেকেছে কাল রাত্রে
সাথে ডেকেছে রাস্তার কুকুর
দেখেছি আমি অমাবশ্যার তারা
জেগেছি আমি, নিয়ে ভাঙচুর।

এখন আর সময় নেই বাকি
বন্দক সময়তে তোমার ফাঁকি
শুনেছি রিপিটে আকাশবাণী
তাই নিজেকে বরং দূরেই রাখি।

প্রেমিকদের হাল দেখে কবিতা লিখি
আর পড়াই সম্ভাব্য প্রেমিকাদের
ভুলের অংকের গারদ টানি
match-the-following গোলমেলে।

তুমি যা যা বুঝেছো , তাতে এবার আমি কই?
আমার দুঃখ তো নদীর জল , বয়ে বা উড়ে যায়;
আশা ভেঙে তোমার সব আশার শুরু,
কিনারা আঁকড়ানো তোমার কাজ , আমার নয়।

গান বলেছিলো ঘেন্না করতে আমায়
তুমি মাথা দুলিয়ে সুর ধরলে
আজ বুঝেছি, তুমি সুরের মতোই ডানামেলা
আমার জন্ম-মৃত্যু দোয়াত থেকে সাদা পাতা।

Thursday, December 22, 2016

Vibgyor

And where was your attention?
When the wood turned into fireflies,
Each burnt flake waited for unison
Sparks fly likewise in the dead of night.

I am a traveler of the abstract,
Squeezing myself where misfits live
In my nothingness of voids
One dies in a massacre of beliefs.

Yet, I swim where densities collide
The whirlpool you see is all mine
The ripples lag reach you in time
I'm gone when you open your eyes.

When did I care to care about myself?
I was born to experience syntaxes.
Like a hot balloon in a violent mid-flight,
I pull my strings; yours are too tight.

Are you still trying to shape my wind?
Until you realize failure, attempts are futile.
But realization itself is another mess
Droplets of ink are scattered along the lines.

These lines run along my forehead
And I'm just a little too tall for you
So you can't and won't worry, my friend.
Your Sunday blues, you better hang on to .

Where I stand, my legs turn fluid
My fingers, like those of a musician
A painter , a vulture, a murderer
Run; where they shouldn't as part-timers.

So let me fly
For I do not belong to any of you.
Like a cloud that rains over deserts
I am a self propelled, lost Vibgyor.

Monday, December 12, 2016

Neelkontho

আমি আর আমার বাংলা ভাষা
এভাবেই মাথা নাড়ি একে-অপরকে
যখন তুমি উত্তর খোঁজো নতুন প্রশ্নের
যে প্রশ্ন ঝর হতো এক সময় ভীষণ
আর এখন যা মরুভূমিতে মিশিয়ে;
আমরা সেই রাতে আগুন জ্বালাই
তার আঁচেই আমাদের আলিঙ্গন।

কে কথা হয় আর কে ইতিহাস
তার ব্যাখ্যা পথিক কি দেবে?
ঘন রাতে মাইলস্টোন-এর দীর্ঘশ্বাস
নিঃশব্দে আঁধারেই মিলিয়ে যাবে
তাই ছুটতেই পারো চোখ আর পায়ের
তোমারি দেওয়া সমস্ত গন্ডি পেড়িয়ে !
আমাদের শুধু অন্য কেউ পাবে।

কে পাবে, তা ভাবা তোমার কাজ নয়
দায়-ও নয়;
কারণ আমার খাতার কালি বদলে যায়!

                              যে কালির রং লাল বা সবুজ না হলেও
                              সাদা নয়;
                              নীলকণ্ঠই যখন, কে আর কামড়ায় !

Thursday, December 8, 2016

Jini

কবিতার পাখা হয় না, ডানা হয় না, জানালা হয় না
শুধু অসীমের আশ্বাসে কবিতা নিঃশ্বাস খুঁজে পায়
যদিও তুমি তা বুঝবে কি না সন্দেহ আছে আমার
তবে আমি আর কে! তোমার রাত্রে আমার কথা হারায়।

মিছি মিছি পাঠ করি তোমার কাছে শহীদের ইতিহাস
স্বাধীনতার চামচ মুখে নিয়ে জন্মেছ যখন , তাই থাকো
যে সন্ধ্যে কাটিয়েছো অগ্রাহ্য সত্যির মুখে , কোলে
তাতে জন্মালাম শুধু আমি, মহীষাসুর হাতে মালা নিয়ে।

সমাজ মানলো না আমায়, তোমায় ডাকলো আমায় বলী দিতে
আমি ফুলের বৃষ্টিতেও বোঝাতে পারলাম না, আমি আলাদা
তাতে শুধু একটা নতুন ইতিহাস পূরাতনে মুখ থুবড়ে পড়লো
কার কি এসে গেলো , না তোমার, না তাদের, হায় আলাদা!

বাক্স বন্ধ হয়ে ঘরের কোনে লুকোলাম আজ
যেমন জিনি ঢুকেছিলো আশ্চর্য প্রদীপে
আমায় ডেকো না আর , আমার অন্ধকারেই রাজ
ফিরে এলে, না জানি কার কোথায় ক্ষতির  দেরাজ।


Tuesday, December 6, 2016

The Poet and the Child

If lines rained like colours
I would be a little more lazy
And find more time to waste
On a few more lines like these.

I am a poet for the child,
A sound for the untamed
A wall for the ailing eyes
I am a breeze in summer's paradise.

But I am also the known reality
Where lines cross among parallels.
If the lines still decide to rain on me
I would simply set the letters free.

For there is no price enough for freedom
And what's a poem if it lives in kingdoms?
The prism forms bands, waiting for tunes
I am the breeze in your oasis of dunes.

Monday, December 5, 2016

The Goodbye Morning

What's a dream if not flawed?
What's a horizon without a sea?
What's a sweat drop for diamonds?
Forget the chains, just let it be.

What's a fountain hiding in chest?
What's a drop of tear if not shed?
What's a mile if not overcome?
What's a winter if it provides shades?

So pack your bags, take the leap
Tie your running shoes and leave
Close enough you'll find the holiday inn
Smile at your fears, they need a grin.





বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...