Friday, February 14, 2025

কবিতা

কবি বলেছিলেন, এমন ভাবে এসো

যেমন বসন্ত আসে গাছের ডালে ডালে

আমি কবি নই; প্রেমিক।

এমন ভাবে এসো, যেমন

কবিতা আসে কবির বুকে ;


স্তব্ধতা দিয়ে যাও শব্দের আড়ালে আবডালে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...