প্রগতির চাকায় পিষতে থাকে বর্তমান
কোথাও ছবি হয় ইতিহাস, কোথাও তাও না
ভাগ্যচক্রে খেলা করে প্রজন্ম -
স্থান-কাল মিলে মিশে একাকার; নির্বিকার
জীবিকার ভীড়ে তুমি-আমি চমৎকার
কিছু স্মৃতি ফেলে ছুটে চলেছি অন্ধকারের দিকে।
হাত ধরে থেমে পড়ি। নাই বা থামলো সময়।
নাই বা থামলো থেমে থাকার, থেমে যাওয়ার ভয়।।
No comments:
Post a Comment