Sunday, February 9, 2025

চাকা

 প্রগতির চাকায় পিষতে থাকে বর্তমান

কোথাও ছবি হয় ইতিহাস, কোথাও তাও না

ভাগ্যচক্রে খেলা করে প্রজন্ম - 

স্থান-কাল মিলে মিশে একাকার; নির্বিকার 

জীবিকার ভীড়ে তুমি-আমি চমৎকার

কিছু স্মৃতি ফেলে ছুটে চলেছি অন্ধকারের দিকে।


হাত ধরে থেমে পড়ি। নাই বা থামলো সময়।

নাই বা থামলো থেমে থাকার, থেমে যাওয়ার ভয়।।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...