Thursday, February 27, 2025

Window-side

 It's a busy day

Somewhere far in the city

Unlike in Belval,

Where the streets are colder

And the offices warm.

A blue sky and drifting clouds

Make merry on their own

As a newer Spring arrives

On dry, leaf-less trees -

Ones who have waited for a breeze.


Or maybe I'm day-dreaming

Soaking in the wetness of life

Or its absence, around me

Where dark clouds have gathered

Outside my large window;

But those trunks, leaf-less

Won't remain dry either way.


And then there's the day of the rainbow

Bowing to one and all,

For what? A fleeting reminder of happiness,

A touch of breeze on your aging face,

A hope for newer drops of rain?

No, no, no, go away from my window

It ain't me you're looking for, babe!

I'm still the old, forgotten light

Lending meaning to darkness.

Friday, February 14, 2025

কবিতা

কবি বলেছিলেন, এমন ভাবে এসো

যেমন বসন্ত আসে গাছের ডালে ডালে

আমি কবি নই; প্রেমিক।

এমন ভাবে এসো, যেমন

কবিতা আসে কবির বুকে ;


স্তব্ধতা দিয়ে যাও শব্দের আড়ালে আবডালে।

Sunday, February 9, 2025

চাকা

 প্রগতির চাকায় পিষতে থাকে বর্তমান

কোথাও ছবি হয় ইতিহাস, কোথাও তাও না

ভাগ্যচক্রে খেলা করে প্রজন্ম - 

স্থান-কাল মিলে মিশে একাকার; নির্বিকার 

জীবিকার ভীড়ে তুমি-আমি চমৎকার

কিছু স্মৃতি ফেলে ছুটে চলেছি অন্ধকারের দিকে।


হাত ধরে থেমে পড়ি। নাই বা থামলো সময়।

নাই বা থামলো থেমে থাকার, থেমে যাওয়ার ভয়।।


বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...