তার শিরা-উপশিরায় স্বচ্ছ ইতিহাস
বর্তমানের প্রতিচ্ছবি চেনায় আমায়
আগামীর স্তব্ধতায় নিজের ছন্দে দুলে,
আপন খেয়ালে; সে থেকেও নেই।
আমরা যেমন।
আছি, কেন, তার কোনো উত্তর হয় না।
থাকা - না থাকার মূলে
শান্তি - অশান্তির কূল - কূল খেলা;
আমরাও সূরের ওপর বয়ে চলেছি
অবশেষে বুঝতে,
শেষ বলে কিছু ছিল না কোনোদিন।