Saturday, April 20, 2024

সূর (Sure)

পাহাড়ের কোল বেয়ে সূর বয়ে চলে
তার শিরা-উপশিরায় স্বচ্ছ ইতিহাস
বর্তমানের প্রতিচ্ছবি চেনায় আমায়
আগামীর স্তব্ধতায় নিজের ছন্দে দুলে,
আপন খেয়ালে; সে থেকেও নেই।

আমরা যেমন। 
আছি, কেন, তার কোনো উত্তর হয় না।
থাকা - না থাকার মূলে 
শান্তি - অশান্তির কূল - কূল খেলা;
আমরাও সূরের ওপর বয়ে চলেছি
অবশেষে বুঝতে,
শেষ বলে কিছু ছিল না কোনোদিন।

Wednesday, April 17, 2024

জীবনযান

 যদি ধূমকেতু চড়ে উড়ে যেতে পারতাম

কোথায় যেতাম বলো তো?

অন্ধকারে আমাকে দেখতেও পেতে না

শুধু স্পর্শ করতে পারতে।

ধূমকেতু থাকতো ধূমকেতুর মত

আর আমি আর তুমি আমাদেরই মত।

তাহলে আর ধূমকেতু চড়ে লাভ কি হতো?

যেমন আছি, তেমনই থাকতাম দুজন মিলে।

বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। বড়ই অদ্ভুত।

Sunday, April 14, 2024

সময়

 সময়, তোমায় পেয়েছে কে?

তুমি তো মুক্তির প্রতীক।

তাহলে জগৎ-কে বেঁধে রেখেছ যে?

তোমার অবয়ব কেমন, জানতে ইচ্ছে করে

তুমি আর আমি কি ভাবে মিশে আছি -

একে অপরের শিরায় শরীরে ।

আমাদের ছন্দ কি? 

আমাদের সঙ্গীত কে ছুঁয়েছে, বলতে পারো?

কি ভাবে বলবে? 

নিদারুণ ছুটে চলার দরুন

তোমার থেকে বেশি সময়ের অভাব আর কার আছে?

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...