সন্ধ্যে নামছে রমা, দুয়ারে আলো দাও।
জ্যোৎস্না ওঠেনি এখনও! থাক, আলো দাও,
প্রেম হোঁচট খাবে নাহলে।
আমাদের ছোটবেলা মনে আছে তোমার?
বিকেলে সেই এক সাথে অঙ্ক পড়তে যেতাম
সবার আগে অঙ্ক মেলানোর অভ্যেস ছিল আমার
আর তুমি না জানি, কত জনের অঙ্ক মিলতে দিলে না।
- আহ! কি হচ্ছে এসব? মেয়ে শুনে ফেলবে তো!
ওই দেখো, আড়মোড়া ভাঙছে, উঠলো বলে।
- ওদিকে আরেক জনকে দেখা যাচ্ছে যে
আলো জ্বালি, ছেলের হাসি মুখটা দেখি মন ভরে, এসো।