Sunday, January 28, 2024

আলো

 সন্ধ্যে নামছে রমা, দুয়ারে আলো দাও।

জ্যোৎস্না ওঠেনি এখনও! থাক, আলো দাও,

প্রেম হোঁচট খাবে নাহলে।

আমাদের ছোটবেলা মনে আছে তোমার?

বিকেলে সেই এক সাথে অঙ্ক পড়তে যেতাম

সবার আগে অঙ্ক মেলানোর অভ্যেস ছিল আমার

আর তুমি না জানি, কত জনের অঙ্ক মিলতে দিলে না।

- আহ! কি হচ্ছে এসব? মেয়ে শুনে ফেলবে তো!

ওই দেখো, আড়মোড়া ভাঙছে, উঠলো বলে।

- ওদিকে আরেক জনকে দেখা যাচ্ছে যে

আলো জ্বালি, ছেলের হাসি মুখটা দেখি মন ভরে, এসো।

Sunday, January 14, 2024

আমি বাঁচতে চাই

"দাদা, আমি বাঁচতে চাই"

লাথি, ঝাঁটা, ধুলো খেয়ে 

এখনও, এই সমাজে 

আমি বাঁচতে চাই। 

বেকারত্বের মহামারী,

চাকুরীজীবির ঔদাসীন্য 

নিঃস্বাসে মেখেই আমি বাঁচতে চাই। 

আমি বাঁচতে চাই 

ইতিহাসের সমস্ত ট্র্যাজিক চরিত্রদের মতোই 

কিন্তু মৃত্যুতে না; তোমাদের মতো -

যেভাবে তোমরা বেঁচে আছো। 

সব কিছু মেনে নিয়ে, সহ্যশক্তির জোরে 

কিছুটা হতাশায়, কিছুটা প্রেমে 

তাও তো বেঁচে আছো তোমরা। 


বলো,নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে হয় না?

তোমার মূল্য আজও কিছু কাগজে লেখা। 

যেমন গাছ, পশু, প্রকৃতি - সবাই নিঃস্বাস নিচ্ছে 

যে নিঃস্বাসের মূল্য ঠিক করে দিচ্ছে সমাজ -

আমি সেই সমাজে আরও কঠিন ভাবে বাঁচতে চাই। 

এই সমাজে স্তম্ভ আছে - নদীর বুকেই হোক, বা কবির 

সেই সব শিরদাঁড়ার গায়ে লতা হয়ে যেমন তোমরা বাঁচো 

আগাছাও তো প্রাণ; তোমার মতোই প্রাণ। 

প্রাণ যখন পেয়েছি বাঁচতে আমি চাই। 

বুক পুড়িয়ে যে উনুন জ্বলছে - সে আমার চেতনাই ।।

Friday, January 12, 2024

Worlds

Within a world of gibberish,
I had spotted a window.
Although barring any exit,
It allowed fresh air to circulate,
And if necessary, caused turbulence.

For sometimes,
Streamlines need a kick in the backside
To flow easily, out into the other world.

A transparent world with dots of opacity.

Saturday, January 6, 2024

A train to catch.

 I had a train to catch

In the woods, surrounded by fireflies

I had a train to catch

Alone, in a to-be-forgotten station

But not without a carry-on

I had a destination waiting for me.


And there I was

With all my senses, fading

Into the shades of the night

And if not for the fireflies,

I decided to let myself trust

I still had a train to catch.


উত্তরণ

সভ্যতার রংপুতুল
আকাশ জুড়ে আঁকা;
প্রেম প্রেম গন্ধে
সভ্য শরীর ঢাকা।
আন্দোলনের অন্ধ দোলায়
বর্তমানের রেখা;
জাত নেই যার মনে
তাকে জাতে উঠিয়ে দেখা।

প্রাণ ভ্রমরের আগুনখেলা
অষ্টাদশী প্রদীপ জ্বালা
দশ পুড়ছে দেশের নামে
রং-বেরঙের নাগরদোলা।
 

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...