Saturday, December 23, 2023

সাঁঝপ্রেমিক

আমরা বেঁচে আছি আজও, সন্ধ্যেবেলার প্রেমিক
বিকেলের ক্লান্তি মাখা জীবনের ফেরিওয়ালা
ঘরের হাতছানি; ঠিক দরজা খোলার আগে
গোধূলির রঙে মুখ ধুয়ে তোমার দিকে ফেরা ।

গগনের বুক জুড়ে নিদ্রাতীত জ্যোৎস্নার ডাক
ঘরে ফিরে আসা পরিযায়ী কবিতার ঝাঁক 
আলো নেমে আসে, আকাশ থেকে উঠোন
তোমার নয়নে প্রদীপ শিখার রক্তিম বাঁক।

আমরা  সাঁঝপ্রেমিক। 
আমাদের আলো নিভে যায় আলোয়
কল্পনায়, কবিতায়, হৃদয়ে।
রাত নেমে আসে তমসা ফোটার আগে;
আমরা হারিয়ে যাই, প্রতিদিন -

            যামিনীকে ফাঁকি দিয়ে 
            টগরের মুগ্ধতা ছড়াতে।

Monday, December 11, 2023

আগুন লেগেছে বনে বনে

আগুন লেগেছে বনে বনে
ক্ষণে ক্ষণে, মনে মনে।
তোমার - আমার মনে -
বেহুঁশ জন্তুদের মান-এ।

রং নীল, বর্জনের আভা তার রূপ
বর্জন পবিত্রতার, সংস্কারের।
ভস্ম জমে আছে খেলাঘরের মুখে
শৈশব বদলাচ্ছে রূপকথায়, যেমন হয়।

গতকালের বাক্য
আজ ছন্নছাড়া কথার ভীড়।
ধ্বংসের নৈবেদ্য,
গড়মিল; ইতিহাসের বীর ।

দেশ আছে, দশ নেই।
সম্পর্কে সমতা নেই।

বৃষ্টির দিগন্তে মেঘের অস্তিত্বও নেই ।।

Friday, December 1, 2023

Eyes closed

Whispers, my friend, are my gift to you;

Non-existent truth that you succumb to

In the hours when the night is dead.

Your eyes open in the dark and you seek

Inner vision, to guage the depth of madness.

And you find nothing, except the nothingness

Of half-burnt souls still living within yours.

You apparate to those younger days,

Yesteryear, like yesterday; bright, happy faces

You sit up and search for the glasses.


Alas! There is none. 

You left them on the table,

Like you were,

By the hands - which once needed You.

So you learn to read, eyes closed

Exactly as you have done before.

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...