Sunday, May 14, 2023

শুকতারা

সূর্যাস্তের মুহূর্তটুকু আমার জন্য চেয়েছিলাম;
যার পরে আঁধার ঘনিয়ে আসতে আর সময় লাগে না।
ভোরের তারা অস্ত যাবে এই রাতের সাথে -
আমি প্রাণ হরণ করেছি, তাই চুকিয়ে যেতে হবে
এক মাকে মুক্ত করতে, অন্য মায়ের প্রাণ;
আমার ইতিহাস তোমরা লিখো, আমি ক্ষুদিরাম।

আমরা ঘর ছেড়েছি আকাশের ডাকে
উজাড় করে দিতে জীবনের ঋণ
কলম তোমরা ধোরো আমাদের নিয়ে
আমাদের বিলাপ, প্রাণের মতই মুক্তিহীন।

প্রফুল্ল কি বলেছিল কেউ শুনতে চায়নি
তাই আমারও কিছু বলার নেই
কাল সূর্যোদয় যদি রামধনুর ব্যাখ্যা হয়
নীলের দাপটে যদি লাল হারিয়ে যায়,
সূর্যাস্তের অপেক্ষা-রত এই সায়াহ্নে 
এক আসামীর বিলাপ যদি ইতিহাসে স্থান পায়?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...