কুয়াশার মতো ছোবল তোমার
নেমে এসেও ছুঁতে মানা;
কিন্তু থাকা চাই; নিজের ভর বোঝানো চাই।
লাভ নেই, সূর্য উঠবেই -
কত ঘাসের প্রাণ তুমি নেবে?
ইতিহাসের পাতায় তুমি অমর হবে।
ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...
No comments:
Post a Comment