Sunday, May 14, 2023

Ode to existence

Having shared a long friendship with disorder
I only wonder whether
You would introduce order to scatter 

I see my being drowning in you,
Like words succumb to a conversation
I hold my breath close to me -
As my sight holds tight to you
In this desperate breeze of darkness -
Grips seek embrace; and weaken too.

As moonshine forages through mist
I reflect on the irony;
Smooth streamlines in your eyes
Betray the lost, turbulent child.






শুকতারা

সূর্যাস্তের মুহূর্তটুকু আমার জন্য চেয়েছিলাম;
যার পরে আঁধার ঘনিয়ে আসতে আর সময় লাগে না।
ভোরের তারা অস্ত যাবে এই রাতের সাথে -
আমি প্রাণ হরণ করেছি, তাই চুকিয়ে যেতে হবে
এক মাকে মুক্ত করতে, অন্য মায়ের প্রাণ;
আমার ইতিহাস তোমরা লিখো, আমি ক্ষুদিরাম।

আমরা ঘর ছেড়েছি আকাশের ডাকে
উজাড় করে দিতে জীবনের ঋণ
কলম তোমরা ধোরো আমাদের নিয়ে
আমাদের বিলাপ, প্রাণের মতই মুক্তিহীন।

প্রফুল্ল কি বলেছিল কেউ শুনতে চায়নি
তাই আমারও কিছু বলার নেই
কাল সূর্যোদয় যদি রামধনুর ব্যাখ্যা হয়
নীলের দাপটে যদি লাল হারিয়ে যায়,
সূর্যাস্তের অপেক্ষা-রত এই সায়াহ্নে 
এক আসামীর বিলাপ যদি ইতিহাসে স্থান পায়?

Tuesday, May 9, 2023

Divine oscillations

 A little bit of darkness doesn't harm

It's calming; unlike a thin slice of light

That masquerades, as hope in a dying village,

Into our hearts, only to invade our minds

And leave us, stupefied with broken promises. 

Such is our tragedy, of heavenly bodies

Circling in a duel between two eternal duals.

Friday, May 5, 2023

অমরত্ব

 কুয়াশার মতো ছোবল তোমার

নেমে এসেও ছুঁতে মানা;

কিন্তু থাকা চাই; নিজের ভর বোঝানো চাই।

লাভ নেই, সূর্য উঠবেই - 

কত ঘাসের প্রাণ তুমি নেবে?

ইতিহাসের পাতায় তুমি অমর হবে।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...