আমার সভ্যতা বাংলায় সীমিত না;
অসভ্যতাও না।
আমি গ্লোবাল নাগরিক -
আফ্রিকা বলতে বুঝি নগ্ন যাযাবর, মাসাইমারা
আর পকেটে হাত পড়তেই মুখে চে গেভারা;
আমার কবিতায় দুঃখিত জীবনানন্দ,
আমার সংগীতে নজরুল-মঞ্চ-নির্ভানা;
আমার ভাষায় বিরক্তি, আশায় নিরাশা
বর্ণপরিচয় পুড়ে ছাই, তাও গভীর কুয়াশা।
তুমি তোমার কেদারায় ভালো আছো তো?
পৃথিবীকে আরেকটু সুন্দর বানাচ্ছ তো?
কি বললে? সময় নেই?
আহা রে! কখন ছিল যেন?
আমি ঠাকুমার ঝুলি খুলতে আসি নি।
তুমি যা চাও, যে ভাবে চাও - তার জন্য বাজারে যাও।
কবিতা যদি জীবনই হবে তাহলে ছন্দ কিসের?
ছন্দ মেশিনের কাম্য। তোমার নয়।
ছন্দ হারাতে কিসের এতো ভয়?
সব ছন্দ ভাঙো। গড়তে না জানলেও।
নিজের ভেতর।
অনেক সুন্দর লুকিয়ে থাকে কঠোরতার আড়ালে
ভয় পেয়ো না; হয়তো আমাকেও ভাঙতে পারলে।
No comments:
Post a Comment