আবেগের সন্ধ্যে,
আমি বিকেলের বৃষ্টি-ভেজা যাযাবর কাগজ;
আমার বুকে উল্কি করা আছে গতকালের ইতিহাস,
আর পিঠে - আগামীর কিছু সাহসী বিজ্ঞাপন -
আমি জীবিত সময় - যার সাহস বহুদিন বুক ছেড়ে পিঠে আশ্রয় নিয়েছে।
ফুটপাথের গায়ে লেগে থাকি - সকালের পরিচ্ছন্নতার ভয়ে,
এক টানে ড্রেনের শেকল ছাড়া যার আর আলো দেখা হবে না।
আমি রাত জেগে থাকি তাই, অস্তিত্ব যাচাই করে নিতে
যেমন কিছু মানুষ করে, দিনের যন্ত্রনা অন্ধকারে বিলিয়ে দিতে।
তুমি ক্ষণস্থায়ী - সকাল, দুপুর, বিকেলের মতোই
কিন্তু রাত? তার দৈর্ঘ্য, প্রস্থ উপন্যাসের প্রতীক
থেকে যায়; নিঃশব্দে, নির্দ্বিধায়।
No comments:
Post a Comment