Friday, March 26, 2021

ফেলে এসেছি কলকাতায়

বয়সের সাথে কলকাতাও ফেলে এসেছি কলকাতায় 

পথে খুঁজি না আর পথের হদিস, সন্ধ্যের Acropolis

প্যারামাউন্ট আজ ট্রিনিটি সরণি, রিগাল অপচয়

 

নন্দন দোতলা, সত্তরের হাতছানি, ছোপ ছোপ সময় 

রাতে হাঁটা ভূতের গলি, ডেকে ওঠে থেমে যাওয়া ঘড়ি 

রিপন স্ট্রিট, মৌলালি, রুবি, মুছতে থাকা এক একটা আশ্রয়


ভাঙা দেওয়ালে মানুষের বাস, ভাঙা বাড়িতে নয় 

চুন খসে যায় শহরের বুকে, ইতিহাস ফেরে আমার দিকে 

নদীর কান্না ভেজা খাল, বিখ্যাত সেতু যখন বর্তমান সঞ্চয় 


লিখতে তো পারি প্রেম নিয়েও কত কিছু অবহেলায় 

সেই সব কথা - যারা তোমার মনে আসে, মুখে নয় -

বয়সের সাথে সব অবহেলাকেও ফেলে এসেছি কলকাতায়।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...