তোমার অন্ধকার আমি চিনি না
কোনো কোনো আলো এসে চিনতে দেয়নি বারবার।
না, তারা ভোরের আলো ছিল না
সেই সব আলো রাতেই জ্বলেছে আজীবন।
জ্বলজ্বল করা সব আলো নিভে যায় একদিন,
নিজের আগুনের অহংকারই একমাত্র জ্বালানী;
সেই আলোয় স্নিগ্ধতা পায় চন্দ্র, অস্তিত্ব বৃহষ্পতি
নিভে গেলে নিভে যায় অন্ধকারেরও রশ্মি।
আলো নেই যে মহাবিশ্বে,
সেখানে অন্ধকার দেখেছে কে?
যদি আদৌ না চিনে থাকি
তোমার আঁধার দেখতে চেয়েছে কে?
No comments:
Post a Comment