Friday, November 27, 2020

সন্ধ্যারতি

গান শোনার নেই, গল্প পড়ার নেই
এই দুপুরবেল বড্ড গম্ভীর প্রকৃতির।
থমথমে নিঃস্তবদ্ধতা ছড়িয়ে আছে বাতাসে
মানুষ আছে, কিন্তু বিশ্বরূপের তফাতে।

কোথাও ছুটি চাইছে মন, পাবে না জেনেই
কাজ বেড়েছে শরীরের সমস্ত ক্যুবিকেলের
অজুহাত খোঁজে জীবন, যদি আরও কিছু দিন
মুখ থেকে যায় নীরবে, কম্বল-আড়ালে।

প্রতিশব্দের কোলাহল বন্ধ জানালা ভেদ করে না
রাত্রি নামে বিকেলের হাত ধরে, 
ক্রমশ লাল হয়ে আসা চোখ দেখতে চায় না আলো,
সন্ধ্যে হারিয়ে গেছে দশলীলাচক্রে।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...