Tuesday, November 17, 2020

ফেরা

ফিরে যেতে পারবো কোনদিন?
আজকের আগে, গত কালের প্রবাহে?
যখন ভুল জমতে জমতে পাপ হয়ে ওঠেনি
সেই সময়ে; ফিরে যেতে পারবো কোনদিন?
কি হবে? আজকের সঞ্চয় নিয়ে কালকের রাস্তায় ফিরে?
যে সামগ্রী কাল কিনতে ইচ্ছে হয়নি,
কাল তাহলে কেনই বা নতুন করে ইচ্ছে হবে?
যদি ইচ্ছেই না হলো, তাহলে সঞ্চয়ের কি লাভ?

মরুভূমি। ধুলোয় ঢাকা স্বপ্নের প্রেতপুরীতে 
এই সঞ্চয় নিয়ে কি হাতড়ে বেড়াবো ?
ফিরে গেলেও তো সেই এখানেই নিয়ে আসবে সময়;
শুধু যারা আজ আছে, তারা আরও দূরে চলে যাবে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...