আমার সময় নিঃস্ব।
আমি বড় হয়েছি, একটা বড় স্বপ্ন দেখে,
যেমন স্বপ্ন সবাই দ্যাখে, মধ্যবিত্ত উঠনে ...
সব পূর্বপুরুষের নাম যদি কোনো ফর্দতে লেখো
দেখবে, ওই স্বপ্ন সেই ফর্দের চেয়ে অনেক বেশি লম্বা।
ছুটে যাও ছুটে যাও তুমি বংশের ডার্ক হর্স
পাহাড় চড়ে যীশু, তার পিঠে চড়ে ক্রস।
থেমেছো, কি সমস্ত জয় তোমারই শ্বাস রোধ করতে ব্যাকুল ...
বৃত্তের ভৃত্য তুমি, সরলরেখায় খোঁজ বৃত্তের কূল ?
নেই কোনো কূল, নেই কোনো মূল, দিনের তারায় ঢাকা রাত্রির ভুল।
এই সময় তোমারও সময়।
আমার মতই, তোমার মতই ... নিঃস্ব
ভুলে গেলে চলবে, তুমিও যে মধ্যবিত্ত !
তোমার কপালে চন্দন টিকা, হাতে কলমের দাগ
তোমার বুকের পকেট কেটেই অন্য কারোর সোহাগ।
তুমি হিংসা বোঝো পর্দায় ঢাকা, রুক্ষ তোমার তালু
Ban হয়েছে খবরে শুনি, আসলেতে সব চালু।
বলবে আজ একটা কথা, একটা দুটো কথা ?
প্রতিবাদে নয়, কিছু বাদে; অনেক বাদ অযথা।
অনেক বাদ অযথা।
একবার ভাবো তো,
আমাদের এই সময় কতটা বেকার, কতটা নিঃস্ব!
চোখের সামনে আগুন দেখেও আমরা খুঁজি প্রতিবিম্ব ,
যদি জল ঢেলে দেয় কেউ, তাহলে এত ছাইয়ের কি হবে?
আমার আর তোমার একে অপরকে ধ্বংসের ছাই
ছাই দিয়ে লিখো, আজকের ভাষা, আমি সব কিছু চাই।
আমার সব দিলাম তোকে, রাখবি কোথায় ভাই?
আমি বড় হয়েছি, একটা বড় স্বপ্ন দেখে,
যেমন স্বপ্ন সবাই দ্যাখে, মধ্যবিত্ত উঠনে ...
সব পূর্বপুরুষের নাম যদি কোনো ফর্দতে লেখো
দেখবে, ওই স্বপ্ন সেই ফর্দের চেয়ে অনেক বেশি লম্বা।
ছুটে যাও ছুটে যাও তুমি বংশের ডার্ক হর্স
পাহাড় চড়ে যীশু, তার পিঠে চড়ে ক্রস।
থেমেছো, কি সমস্ত জয় তোমারই শ্বাস রোধ করতে ব্যাকুল ...
বৃত্তের ভৃত্য তুমি, সরলরেখায় খোঁজ বৃত্তের কূল ?
নেই কোনো কূল, নেই কোনো মূল, দিনের তারায় ঢাকা রাত্রির ভুল।
এই সময় তোমারও সময়।
আমার মতই, তোমার মতই ... নিঃস্ব
ভুলে গেলে চলবে, তুমিও যে মধ্যবিত্ত !
তোমার কপালে চন্দন টিকা, হাতে কলমের দাগ
তোমার বুকের পকেট কেটেই অন্য কারোর সোহাগ।
তুমি হিংসা বোঝো পর্দায় ঢাকা, রুক্ষ তোমার তালু
Ban হয়েছে খবরে শুনি, আসলেতে সব চালু।
বলবে আজ একটা কথা, একটা দুটো কথা ?
প্রতিবাদে নয়, কিছু বাদে; অনেক বাদ অযথা।
অনেক বাদ অযথা।
একবার ভাবো তো,
আমাদের এই সময় কতটা বেকার, কতটা নিঃস্ব!
চোখের সামনে আগুন দেখেও আমরা খুঁজি প্রতিবিম্ব ,
যদি জল ঢেলে দেয় কেউ, তাহলে এত ছাইয়ের কি হবে?
আমার আর তোমার একে অপরকে ধ্বংসের ছাই
ছাই দিয়ে লিখো, আজকের ভাষা, আমি সব কিছু চাই।
আমার সব দিলাম তোকে, রাখবি কোথায় ভাই?
No comments:
Post a Comment