যদি বা কেউ নাই বুঝলো আমায়,
কোনো ক্ষতি তো নেই,
শূন্যের কান্ডারি আমি, যাবো সেই শূন্যে ফিরে
তোমার মধ্যেই আমার সৃষ্টি,
তোমার হাতেই আমার ললাট লিখন,
হে দেবতা, হে অন্তর্যামী, তুমি যা তাই আমি।
গুছিয়ে তুমি রূপ দিয়েছো, বিলীনও করবে তুমি।
যে মন্থন আমার বর্তমান, তার স্রষ্টাকে আমার প্রণাম।
কোনো ক্ষতি তো নেই,
শূন্যের কান্ডারি আমি, যাবো সেই শূন্যে ফিরে
তোমার মধ্যেই আমার সৃষ্টি,
তোমার হাতেই আমার ললাট লিখন,
হে দেবতা, হে অন্তর্যামী, তুমি যা তাই আমি।
গুছিয়ে তুমি রূপ দিয়েছো, বিলীনও করবে তুমি।
যে মন্থন আমার বর্তমান, তার স্রষ্টাকে আমার প্রণাম।
No comments:
Post a Comment