বাক্য জমে মন জুড়ে, মনের মাঝে হাত ছুড়ে
খুঁজতে চাই তোমায়, অসংখ্য কবিতায়
হয়তো ভেজা চোখ বুজে, শব্দ চোঁয়া ঠোঁট নিয়ে
লিখছো ইশারায়, অজস্র যন্ত্রনায়।
এখন বরং ঘুমের তলব;
ঘুমের ছোঁয়ায় কত আলো।
শান্তি প্রিয় দিন গুলো, জমতে থাকা এই ধূলো
তোমারই কল্পনায় গুনছে আজ সময়
প্রহর থামে এক কথায়, বদলে যায় সে রূপকথায়
তোমারই আস্কারায় ভুলতে চায় আমায়!
তুমি বরং নেমে এসো ...
হঠাৎ যদি চলে আসো!
ঘুম ভাঙা এই রাত্তিরে, মন ভাঙা এ ঘর ঘিরে
লিখছি আজ তোমায়, তোমারই ঠিকানায়
পৌঁছে গেলে কি হতো, ভাবতে গিয়ে সেই ক্ষত
বলছে আজ আমায়, "ফিরে যা বাসায়।"
আমিই তো সেই প্রেমের কলম
ঝড়ের মুখে চির নরম।
খুঁজতে চাই তোমায়, অসংখ্য কবিতায়
হয়তো ভেজা চোখ বুজে, শব্দ চোঁয়া ঠোঁট নিয়ে
লিখছো ইশারায়, অজস্র যন্ত্রনায়।
এখন বরং ঘুমের তলব;
ঘুমের ছোঁয়ায় কত আলো।
শান্তি প্রিয় দিন গুলো, জমতে থাকা এই ধূলো
তোমারই কল্পনায় গুনছে আজ সময়
প্রহর থামে এক কথায়, বদলে যায় সে রূপকথায়
তোমারই আস্কারায় ভুলতে চায় আমায়!
তুমি বরং নেমে এসো ...
হঠাৎ যদি চলে আসো!
ঘুম ভাঙা এই রাত্তিরে, মন ভাঙা এ ঘর ঘিরে
লিখছি আজ তোমায়, তোমারই ঠিকানায়
পৌঁছে গেলে কি হতো, ভাবতে গিয়ে সেই ক্ষত
বলছে আজ আমায়, "ফিরে যা বাসায়।"
আমিই তো সেই প্রেমের কলম
ঝড়ের মুখে চির নরম।
No comments:
Post a Comment