Thursday, August 29, 2019

মূল্য একই আছে

হাতে হাত , ঠোঁটে ঠোঁট না হয় হয়নি অনেকদিন
পায়ে পা, আঙুলে আঙুল, সেও না হয় হয়নি
মেঠো গানের সুরে বুকে পাল তুলেছো বটে
কিন্তু সেই বলেই কি মনে প্রেম আসবে?
প্রেমের দাম বেড়েছে ঠিকই; মূল্য একই আছে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...