জানালা 'পারে কিছু সোনালী মেঘ, কিছু ঘন কালো
কোথাও নামবে অন্ধকার, কোথাও জ্বলে উঠছে আলো
পশ্চিমী হাওয়া হাত বুলিয়ে যায় ক্লান্ত গাছের মাথায়
যে শীত বিদায় নিচ্ছে, তুমি কিন্তু তারও গল্প বলো।
আমার কাছে থমথমে চার দেওয়াল, অঙ্কের মিল-অমিল
দেখতে দেখতে সোনালী মেঘও ঠিক উধাও হয়ে গেল
ঋতু যায়, বেলা যায়, দিন যায়, জীবন যেন কবিতার মধ্যাহ্ন
মাঝরাতে ঘুম না এলে এই গান নিজের করে নিও।
কোথাও নামবে অন্ধকার, কোথাও জ্বলে উঠছে আলো
পশ্চিমী হাওয়া হাত বুলিয়ে যায় ক্লান্ত গাছের মাথায়
যে শীত বিদায় নিচ্ছে, তুমি কিন্তু তারও গল্প বলো।
আমার কাছে থমথমে চার দেওয়াল, অঙ্কের মিল-অমিল
দেখতে দেখতে সোনালী মেঘও ঠিক উধাও হয়ে গেল
ঋতু যায়, বেলা যায়, দিন যায়, জীবন যেন কবিতার মধ্যাহ্ন
মাঝরাতে ঘুম না এলে এই গান নিজের করে নিও।
No comments:
Post a Comment