Wednesday, March 6, 2019

বীণা

তুমি,
তুমি তো আমার কবিতা নও
তুমি তো সুরে সুর মেলা এক বীণা
কবিতার তো ছন্দ না থাকলেও অস্তিত্ব থাকে
কিন্তু তুমি?
এই ঝঙ্কার আজ কোন আঙুলের প্রেমে?


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...