আমি নাকি ঝড়ের মত বেসামাল
আমার জন্যই নাকি পুড়েছে অজস্র শুকনো অরণ্য,
হতে তো চেয়েছিলাম তোমার জন্য বৃষ্টি
কিন্তু ভিজতে গিয়ে বুঝলাম, জলের দাম সামান্য!
কিছু করার নেই, রক্তের রং লাল,
আকাশ, নির্বাসন ও জলের রং নীল হতেও পারে;
তাই হতেই পারে তোমার প্রেম বেরঙীন
হতে পারে না শুধু সত্যি, যে মিথ্যে তোমার ভেতরে।
ঝড়ে উড়ে গেছে পুরনো কবিতা
হারিয়েছে সামলে রাখা যত মুখ।
বই-এর শেষ পাতার মতই
প্রেমের শেষ পাতাও ধংসস্তূপ !
আমার জন্যই নাকি পুড়েছে অজস্র শুকনো অরণ্য,
হতে তো চেয়েছিলাম তোমার জন্য বৃষ্টি
কিন্তু ভিজতে গিয়ে বুঝলাম, জলের দাম সামান্য!
কিছু করার নেই, রক্তের রং লাল,
আকাশ, নির্বাসন ও জলের রং নীল হতেও পারে;
তাই হতেই পারে তোমার প্রেম বেরঙীন
হতে পারে না শুধু সত্যি, যে মিথ্যে তোমার ভেতরে।
ঝড়ে উড়ে গেছে পুরনো কবিতা
হারিয়েছে সামলে রাখা যত মুখ।
বই-এর শেষ পাতার মতই
প্রেমের শেষ পাতাও ধংসস্তূপ !
No comments:
Post a Comment