তুমি দূপুরের ভেসে আসা ভেঙে যাওয়া সুর
হয়েই এসো এভাবে বারবার ; আমি চোখের
জল মুছে ফেলবো কবিতার পাতায় আরএকবার।
হারানো গান, হারানো কবি, হারানো সারল্য
আর হেরে যাওয়া আমি; কার দেনায় কবে পুড়েছি,
কবে হঠাৎ বুঝেছি সেই খেলা ছিল আমার থেকে দামী!
যেখানে বিধাতা খাতায় প্রেম কেটে গেম লেখেন
আর মুচকি হাসেন, নীরবে মরীচিকার গোলাপ ফোটে,
আদৌ কি সেখানে সাহস করে বসন্ত ফিরে আসে?
তাও ফিরে আসে পুরোনো না শোনা তোমার গান,
উঁকি দাও তুমি; আমার বিকেলের ছায়া অতীত
না ভবিষ্যৎ? সে সংবাদই আজ তোমার প্রণামী।
হয়েই এসো এভাবে বারবার ; আমি চোখের
জল মুছে ফেলবো কবিতার পাতায় আরএকবার।
হারানো গান, হারানো কবি, হারানো সারল্য
আর হেরে যাওয়া আমি; কার দেনায় কবে পুড়েছি,
কবে হঠাৎ বুঝেছি সেই খেলা ছিল আমার থেকে দামী!
যেখানে বিধাতা খাতায় প্রেম কেটে গেম লেখেন
আর মুচকি হাসেন, নীরবে মরীচিকার গোলাপ ফোটে,
আদৌ কি সেখানে সাহস করে বসন্ত ফিরে আসে?
তাও ফিরে আসে পুরোনো না শোনা তোমার গান,
উঁকি দাও তুমি; আমার বিকেলের ছায়া অতীত
না ভবিষ্যৎ? সে সংবাদই আজ তোমার প্রণামী।
No comments:
Post a Comment