Tuesday, February 27, 2018

The Bye Bye Girl

She left
Leaving Blues behind of Dutt,
Leaving words of writers lost,
Leaving the fragrance of the days;
Taking a few drops of a life away.

She left
For the clouds without questions-
A place where knots untie themselves,
Where friendships are free of promises,
Where no one writes for her to do & say.

She left
With a hope that they become better
They are where she seldom featured;
So she took out her telescope on the Moon
Only to find that she was gone too soon.







Saturday, February 24, 2018

Nari-Nakshatra

আমায় মেয়েরা সহ্য করতে পারেনা তেমন
কারণ আমি সবার দিকে তাকাই না; কারণ
তারা আমায় না দেখে থাকতে পারে না।
তাই বোধহয় সবার ক্রুশে পেরেক গাঁথার নেশা লেগে যায়,
আর সেই পেরেকের কোপে আমার বুক ঠিকরে বেরোয় রক্ত;
এক-ই নেশা; যেমন কালো শান দেওয়া বঁটি যখন ধুয়ে যায়,
জ্যান্ত কাতলার টকটকে লাল রক্তে, আমার "নারী "-নক্ষত্র।।

Thursday, February 22, 2018

Words

I'm supposed to write something funny
But words refuse to come to me;
What right do these words have I wonder-
They exist only because they exist within me!

Yet you worship the Creator and kill in his name
While the creator himself is merely a slave;
Slave to the whims of the world you think he created-
And yet, as words play their part, Poets rise to fame!


Friday, February 16, 2018

Pronami

তুমি দূপুরের ভেসে আসা ভেঙে যাওয়া সুর
হয়েই এসো এভাবে বারবার ; আমি চোখের
জল মুছে ফেলবো কবিতার পাতায় আরএকবার।
হারানো গান, হারানো কবি, হারানো সারল্য
আর হেরে যাওয়া আমি; কার দেনায় কবে পুড়েছি,
কবে হঠাৎ বুঝেছি সেই খেলা ছিল আমার থেকে দামী!

যেখানে বিধাতা খাতায় প্রেম কেটে গেম লেখেন
আর মুচকি হাসেন, নীরবে মরীচিকার গোলাপ ফোটে,
আদৌ কি সেখানে সাহস করে বসন্ত ফিরে আসে?
তাও ফিরে আসে পুরোনো না শোনা তোমার গান,
উঁকি দাও তুমি; আমার বিকেলের ছায়া অতীত
না ভবিষ্যৎ? সে সংবাদই আজ তোমার প্রণামী।

Tuesday, February 13, 2018

Spring

There is Spring through my window
And memories of a long winter past
Leaves and shadows are smiling at me
For a recognition, they hope would last.

May be Spring hides in her an anomaly,
Camouflaged in feathers and melodious duets;
Conspiracies and blossoming flowers at noon,
Alas! Who's more anomalous than the Poet?

Saturday, February 10, 2018

Purbabhash

আমি নাকি ঝড়ের মত বেসামাল
আমার জন্যই নাকি পুড়েছে অজস্র শুকনো অরণ্য,
হতে তো চেয়েছিলাম তোমার জন্য বৃষ্টি
কিন্তু ভিজতে গিয়ে বুঝলাম, জলের দাম সামান্য!

কিছু করার নেই, রক্তের রং লাল,
আকাশ, নির্বাসন ও জলের রং নীল হতেও পারে;
তাই হতেই পারে তোমার প্রেম বেরঙীন
হতে পারে না শুধু সত্যি, যে মিথ্যে তোমার ভেতরে।

ঝড়ে উড়ে গেছে পুরনো কবিতা
হারিয়েছে সামলে রাখা যত মুখ।
বই-এর শেষ পাতার মতই
প্রেমের শেষ পাতাও ধংসস্তূপ !

Thursday, February 8, 2018

Rongeen

Amar lekhay aj
Klantir chhaya,
Boyosher daam
Mathanoto pa-er patay;

More jawa shekor-e
Khamokha ashar snan;
Rwitu bodlanor kolome
Aj kali-i jekhane mlan!

Je Chand pahare asroy nay,
Sei alo-e bastob boroi moleen;
Jara chobi enkechilo, mithye!
Jolchobi du fnota; hariyeche rongeen.



Thursday, February 1, 2018

Chaa

Raastar mor, theme thaka bus
Sada-neel dorjay thamlo nihshwas
Haate elo pora matir 6 takar bhar
Deerghoshwas; cholkhe uthlo chaa.

Mukhe hasi, thonte prem,
Chokhe swapno, aabchha frame;
Neel orna, khuchro lenden
Egobo kina ektu bole deben?

Pa porlo pa-er tale, halogen-e
Aangul khello katakuti, golir dhare
Chokh dekhlo duur theke, matha nere
Thonte hasi, mukhe prem; andhokare.

Bhabcho nayoker jibon sada kalo?
Besh, purota shono...
      Pith ghurlo, mathay tokhon holud alo
      Lal-sobujer kop, bus-er shari perolo.
      Pora mati haate elo, abar cholkalo.

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...