Tuesday, February 14, 2023

মুক্তির ঝর্না

আমার লেখার হাত নেই, অঙ্কের মাথা নেই,
তবুও বিশ্বাস আছে - জীবনে; আশা আছে কলমে
মুক্তির ঝর্না তুমি। নেমে আসো পর্বত শিখর থেকে
আমার শরীরে, ক্লান্তি, গ্লানি ধুয়ে নিয়ে যাও দূরে।
নিঃশ্বাস ফেরোৎ আসে অস্তিত্বের হৃদয়ে; ফুলে ওঠে প্রেম
যেন সন্ধ্যের মিলে যাওয়া ক্লাস ফাইভের অঙ্ক -
আমি বুঝি, শুধু আমি। ঘরে ঢোকে আলো, নিঃশব্দে।

সন্ধ্যের স্মৃতি তুমি, তবু বর্তমান। 
বুক ভরা শৈশব, হতে চায় দান।
মিলে যায় সুর, বেজে ওঠে গান
বুক বলে শুধু তুমি, নাহলে শূন্যস্থান।

অঙ্কের খাতা তুমি, সহজের হাতে হাত
আমার ঠিকানা তাই তোমাতেই ভেসে থাক।

তোমাতেই বেঁচে থাক ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...