ভালোই যদি লাগলো শুধু, তাহলে আর ভাবনা কোথায়?
ভাবতে আমার বড় আলস্য; ভাবতে গেলেই ভীষণ ভয়;
ভাবনা আমার ময়লা ভরা, ভাবনায় দেখি সোনার চমক
ভাবনায় ছাড়ি সংসার সব; শুধু ভাবনায় আমি চড়ি হিমালয়।
কিন্তু আমি ভাবলে তুমিও ভাবো; আমার ভাবনা তোমার নয়
ভাবতে ভাবতে বুঝিনি আজও কেন তোমার ভাবনা আমার হয়!
ভাবনায় আমি ঠিক-কে চিনি, রাস্তা ভাঙি মাঝপথে
স্বপ্নে দেখি প্রেমের ধ্বজা উড়ছে আমার শব জুড়ে;
ঘুম ভাঙলে আঁতকে উঠি; হাহাকারের এক ভোর ঘনায়
ভাবনা তখন বদ্ধ হাওয়া; ভাবতে আমার ভীষণ ভয়।