Sunday, October 24, 2021

ভাবতে গেলেই ভীষণ ভয়

ভালোই যদি লাগলো শুধু, তাহলে আর ভাবনা কোথায়?

 ভাবতে আমার বড় আলস্য; ভাবতে গেলেই ভীষণ ভয়;

ভাবনা আমার ময়লা ভরা, ভাবনায় দেখি সোনার চমক

ভাবনায় ছাড়ি সংসার সব; শুধু ভাবনায় আমি চড়ি হিমালয়। 

কিন্তু আমি ভাবলে তুমিও ভাবো; আমার ভাবনা তোমার নয় 

ভাবতে ভাবতে বুঝিনি আজও কেন তোমার ভাবনা আমার হয়!

ভাবনায় আমি ঠিক-কে চিনি, রাস্তা ভাঙি মাঝপথে 

স্বপ্নে দেখি প্রেমের ধ্বজা উড়ছে আমার শব জুড়ে;

ঘুম ভাঙলে আঁতকে উঠি; হাহাকারের এক ভোর ঘনায় 

ভাবনা তখন বদ্ধ হাওয়া; ভাবতে আমার ভীষণ ভয়।

Tuesday, October 12, 2021

Oasis

 If there's anything nicer than love,

Let that be yours; now and forever.

Through pain, loss, heartaches and storms

Let it not rain over this desert.

The sand that surrounds me, an epoch -

Spent with, without, and with each other;

It took me too long to reflect on us -

What's a dream, but an oasis to remember!

Tuesday, October 5, 2021

Tissues

Are we, like tissues, only meant to proliferate -
And never look back at the insipid past?
Active at present, pushed by expanding domains
We still annihilate each other into dust.

Boundaries, far and crystal clear 
Calmly await our eventual surrender.
What you reminisced in ink, my love
Like my own, will only settle into air.

Ink diffuses its existence in water,
Some worry about its Reynolds number;
I only witness its death in summer, in winter
My thumb refuses to switch off the blender.

I hear raindrops stick to the glass
My eyes, burdened with memory
Relays a message to my heart -
Tissues do proliferate, but not forever.

Monday, October 4, 2021

রাত-ভোর

সন্ধ্যা নামতে ভয় পায় এই গ্রামে। 

এখানে বিকেলের গন্ধে বেরিয়ে আসে মানুষখেকো হায়েনার দল;

তারা বলতে চায় অনেক কিছু, আমরা ভাবি হাসি -

বিকেলের প্রশ্নে উত্তর দেয় বৃষ্টি, শীতল তার ধৈর্য;

সন্ধ্যা নামতে ভয় পায় কিছু বিকেলের পাশে -

সেই সব বিকেলরা রাতের কাছেই আশ্রয় খুঁজে ফিরবে আজীবন। 


রাত! কখনো সে চাঁদের ছাঁচে স্নিগ্ধ; কখনো অমাবস্যায় অপহৃত।

সে জানে বিকেলের ধর্মই হলো নিভে যাওয়া, গোধূলির অস্তিত্বে -

তাই রাত বিকেলকে আদর করে, ভালোবাসে না -

রাত আলো খোঁজে না - তার শরীর জুড়ে ব্রহ্মান্ডের আলোর ভান্ডার -

সে খোঁজে শুধু প্রতিশ্রুতি - ছিন্ন-ভিন্ন হওয়ার - রক্তিম আভায় -

আমরা ভোরের স্বাক্ষর - ক্ষণস্থায়ী, অসীম; নির্বিকার, অনন্ত।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...