এই পৃথিবীর বুকে কি এমন আছে বল তো,
যা উদ্বুদ্ধ করে, উৎসাহ দিতে পারে ?
যা মানুষকে পণ্য মনে করে না, হিংসা করে না
আত্মতুষ্টির গন্ডির বাইরে পা রাখতে শেখায় -
এমন যদি কিছু থেকে থাকে, যদি খোঁজ পাও
তার যত্ন নেবে কে?
আমি তোমাদের কবি নই। বিশ্বকে আমার দেওয়ার কিছু নেই।
নাম, আকাঙ্খা, অভিমান, সাফল্য আমার জন্য নয় -
বারবার যেন জীবন বলে চলেছে আমায়।
জীবন ডাকে কোন পাহাড় চূড়ার নিবিড়ে, মেঘের ঔদাসীন্যে
যেখানে মানুষ নেই, শুধু সত্য আছে, সেই গভীরে।
সমুদ্রের অন্ধকারে যে সব মাছ আলো জ্বালে,
এখনও যারা গভীরতার গহ্বরের সাক্ষী
তাদেরও বোধয় তোমরা ধরে আনবে একদিন,
রেখে দেবে একুয়ারিয়ামের বর্বর শোভায় -
হয়তো বিদ্যুতের খোঁচায় আলোও জ্বালবে তারা,
আর সভ্যতা মুগ্ধ হবে আপন অশ্লীলতায়।
এই ধূসর সময়কক্ষে অস্তিত্বের নেশা নেই আমার।
No comments:
Post a Comment