এই মহাসমুদ্রের বুকে কোনো অক্ষর নেই,
শুধু অসংখ্য ডুবে যাওয়া সূর্যের স্তব্ধতা।
ঢেউ দেখে যদি নৌকো ফিরিয়ে নিতে চাও,
ফিরে যেও; উদাসীন সমুদ্রের বুকে ঢেউ থাকে না।
মাঝেসাঝে ঝড় ওঠে ঠিকই, নিয়ম মাফিক;
কিন্তু সে ঝড় গভীরে পৌঁছয় না কখনও।
আসলে গভীরে গেলে দেখবে, সেখানেও মাটি
আর সেই মাটি যখন কেঁপে ওঠে,
ডুবে থাকা সূর্যের তেজ ছাড়খার করে দেয় বর্তমান
হিসেব মিটিয়ে নেয় ঔদাসীন্যের, তীব্র তান্ডবলীলায়।
No comments:
Post a Comment