Sunday, July 26, 2020

টাইমিং

যা দেখি, সবেতেই শুধু দুঃখ দুঃখ দুঃখ
বাজার ভর্তি আবিরের রঙেও কি দুঃখ?
নাকি ঠুঁসে ভরে আছে আমাদেরই ভেতর?
আর আনন্দ? কাউকে ছোট না করে, পাওয়া যায়?
বাজারে তো নেই, এই যে দুপুরের বাজারে;
ভোরবেলায় কি পাওয়া যায় তা অবশ্য জানা নেই
তখন তো চোখ আধ-বন্ধ করেও দুঃখ দেখি।
কিন্তু ঘুমাতে যাওয়ার কিছু আগে?
তখন তো মাঝ রাত্রেও এক চিলতে রোদ ঘরে ঢোকে
আসলে, বিখ্যাত অভিনেতারা বলেছেন না,
কমেডির একনিষ্ঠ মূলে আছে কেবল টাইমিং;
সময় কে বুঝতে শিখলে হয়তো আনন্দও উঁকি দিয়ে যায় ...

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...