ঝড় উঠেছিল ভোরের গা ঘেঁষে,
ট্রামলাইনের অঙ্গ জুড়ে মনিহার
সবুজ কিছুটা মিশেছিল ঘন পিচে
লাল কটা পাতা সিক্ত সঙ্গী তার।
ঘুমের অধর ছুঁয়েছিল তার চোখ
স্বপ্নে কে যেন পরশ করলে আজ
শূন্য যেন অংকের স্বাদ পেলো,
সাদা ক্যানভাসে গাঢ় তুলির ছাঁচ।
ময়রা বাতাস জানালার বুক ছুঁয়ে
অন্তরে দিলো অচেনা কোনো আঁচ,
সূর্য এসে মুছে দিয়ে গেল সবই
শুধু মেঘের কোলে ঢাকলো নিজের সাজ।
No comments:
Post a Comment