আমি এই মহাবিশ্বের লীলা কিছুই বুঝি না।
তাই না আমার জীবনে কোনো ছন্দ আছে, না কাজে, না লেখায়। অথচ, এতদিনের পড়াশোনায় এটুকু বুঝেছি, যে সব কিছুরই নিজস্ব ছন্দ থাকে, থাকতে হয়। সেটাই অঙ্ক। তা কবিতা হোক, বা সঙ্গীত, অথবা মৃদু হাওয়ার প্রলেপ, কিম্বা বর্ষার নিরন্তর ঝাপটা। এছাড়া, বাড়ির দেওয়ালের চুন-সুরকি বা তাদের দেখতে থাকা ঘটনার স্তূপ, সবই নিজের নিজের ছন্দে বাঁধা থাকে। বস্তুতঃ আমি বলতে চাই, সব কিছুই ছন্দের অধীন। মুক্ত কিছুই নয়। পদার্থ বিজ্ঞানে আমরা free particle বলে যা পড়ে থাকি, সেও নিজের অঙ্ক না মেনে চলে না। তাহলে কিসের জন্য মানুষের এত freedom নিয়ে মাতামাতি, মুক্তি নিজেই যখন শেকল নিয়ে ঘুরে বেড়ায়?
থাকলো শুধু ভাবনা। একে বাঁধে কোন শেকল? ভাবনায় মুহূর্তকেও থামিয়ে রাখা যায়, বাকি সব তো derivative মাত্র। স্বাধীন বলতে শুধু ভাবনাই আছে হয়তো। সেখানে সমুদ্রের গায়ে আগুন ধরানো যায় বা আকাশের ঠোঁটে cigarette। শুধু কি তাই? তোমার ভাবনা কি বলছে?
বাস্তবে যা যা হয়না, তার কতটা তুমি হওয়াতে পারো?
যদি ছন্দ মিলে যায়, তাহলে নাকচ কোরো কিন্তু। তা বাস্তবায়িত হওয়ার সমূর্ণ সম্ভাবনা আছে।
তাই না আমার জীবনে কোনো ছন্দ আছে, না কাজে, না লেখায়। অথচ, এতদিনের পড়াশোনায় এটুকু বুঝেছি, যে সব কিছুরই নিজস্ব ছন্দ থাকে, থাকতে হয়। সেটাই অঙ্ক। তা কবিতা হোক, বা সঙ্গীত, অথবা মৃদু হাওয়ার প্রলেপ, কিম্বা বর্ষার নিরন্তর ঝাপটা। এছাড়া, বাড়ির দেওয়ালের চুন-সুরকি বা তাদের দেখতে থাকা ঘটনার স্তূপ, সবই নিজের নিজের ছন্দে বাঁধা থাকে। বস্তুতঃ আমি বলতে চাই, সব কিছুই ছন্দের অধীন। মুক্ত কিছুই নয়। পদার্থ বিজ্ঞানে আমরা free particle বলে যা পড়ে থাকি, সেও নিজের অঙ্ক না মেনে চলে না। তাহলে কিসের জন্য মানুষের এত freedom নিয়ে মাতামাতি, মুক্তি নিজেই যখন শেকল নিয়ে ঘুরে বেড়ায়?
থাকলো শুধু ভাবনা। একে বাঁধে কোন শেকল? ভাবনায় মুহূর্তকেও থামিয়ে রাখা যায়, বাকি সব তো derivative মাত্র। স্বাধীন বলতে শুধু ভাবনাই আছে হয়তো। সেখানে সমুদ্রের গায়ে আগুন ধরানো যায় বা আকাশের ঠোঁটে cigarette। শুধু কি তাই? তোমার ভাবনা কি বলছে?
বাস্তবে যা যা হয়না, তার কতটা তুমি হওয়াতে পারো?
যদি ছন্দ মিলে যায়, তাহলে নাকচ কোরো কিন্তু। তা বাস্তবায়িত হওয়ার সমূর্ণ সম্ভাবনা আছে।