Sunday, April 26, 2020

চৈত্র

কোথাও চৈত্র ফুরিয়েও যেন ফোরায়নি এখনও
ঝড় এসেছে দু-একবার, সব মুকুল ঝরিয়ে চলে গেছে।
বৈশাখে মেতে উঠতে চাইছে যখন ধরণী,
চৈত্র বলছে কোথাও, "আমায় এখনই যেতে দিয়ো না। "
তার বুক ভেঙেছে অনেক দিন, শুধু আজ তা বুকের বাইরে
ছিটিয়ে পড়ছে আম কাঁঠালের শিরায় শিরায়, অন্তিম শুষ্কতায়।
তাই ঝড় আনছে বৈশাখ বহুবার, মুছে দিতে চৈত্রের হাহাকার,
যেমন ভাসিয়ে নিয়ে যায় বর্ষা ফি-বছর, বৈশাখের প্রমান।

What inspired the lines above

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...