Monday, December 16, 2019

সময়

কোনো এক মাঝারি শান্তির মধ্যে রাতে
স্তব্ধ, ঝাঁপসা জানালার ওই পারে
টিমটিমানো কিছু হলুদ আলো দেখা যাচ্ছে।
বাইরে ঠান্ডা, চার দেওয়ালে মন্দ নেই নিজের সাথে;
যে আলো জ্বলছে তা আমি জ্বালিনি;
কতদিন হলো, কোনো আলোই জ্বালিনি আমি।
যেখানে জন্মেছিলাম, সূর্যের তাপ ছিল তৈলাক্ত পিঠে
কদিন মেঘ এলো, আমিই বয়ে গেলাম অভিমানের স্রোতে।
এখন যদি জানালা খুলেও দি, কিই বা প্রমান হবে তাতে?
ছোট্ট আনন্দ গুলো উঁকি ঝুঁকি দেয় ইদানিং
তা সে নক্ষত্রই হোক, বা যীশুর আগমনের ব্যাকুলতা 
প্রতি আলো আলাদা, প্রতি আঁধার স্বাধীন
কোন ক্ষনে মিলেছিল, মিশেছিল, কবে নিজেদের রাস্তা বুঝে নিলো
বর্ণময় ইতিহাস নিয়ে ছুটে চলেছে, অথচ সময়ের ঝড়ে কোনো ধূলো।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...