Tuesday, December 31, 2019

চশমা

গ্রামের শীতেও রাস্তা জুড়ে গাড়ি;
শহর, তাই কি তোমার চিন্হ দাড়ি?
কেউ রংমশালের মেলায়
গুছিয়ে রাখছে মন,
কারোর ঠোঁট কাঁপছে ঠোঁটে
অথচ পাহারায় রত বিছুটিপাতার বন।
কেউ আঁকছে শব্দের বহুরূপ
কেউ guitar হাতে অন্ধকারের ধূপ,
সময় বলছে, রাখতে হবে না হদিস,
এই আবছায় শুধু চশমা বাঁচিয়ে চলিস।

আরও কত কে বাকি থেকে গেল মনে
তারা ভাবতে গিয়েও পায়ের শব্দ শোনে
কচুরিপানার নৌকোর কিছু ক্ষনে
ভুল করে যদি কচ্ছপ নামে রণে?
থাক সে কথা গোধূলির বুক ছুঁয়ে
কিছু সিন্দুকে অগভীর তালা ঝোলে।

Monday, December 30, 2019

Mercury

There's a thermometer resting on the bed
Mercury, operated on by repeated dilations
Breathes a soft, tender afterglow;
A series of numbers, up and down
A running fever, distant to sound
The thermometer breathes, along the ground.

Monday, December 16, 2019

সময়

কোনো এক মাঝারি শান্তির মধ্যে রাতে
স্তব্ধ, ঝাঁপসা জানালার ওই পারে
টিমটিমানো কিছু হলুদ আলো দেখা যাচ্ছে।
বাইরে ঠান্ডা, চার দেওয়ালে মন্দ নেই নিজের সাথে;
যে আলো জ্বলছে তা আমি জ্বালিনি;
কতদিন হলো, কোনো আলোই জ্বালিনি আমি।
যেখানে জন্মেছিলাম, সূর্যের তাপ ছিল তৈলাক্ত পিঠে
কদিন মেঘ এলো, আমিই বয়ে গেলাম অভিমানের স্রোতে।
এখন যদি জানালা খুলেও দি, কিই বা প্রমান হবে তাতে?
ছোট্ট আনন্দ গুলো উঁকি ঝুঁকি দেয় ইদানিং
তা সে নক্ষত্রই হোক, বা যীশুর আগমনের ব্যাকুলতা 
প্রতি আলো আলাদা, প্রতি আঁধার স্বাধীন
কোন ক্ষনে মিলেছিল, মিশেছিল, কবে নিজেদের রাস্তা বুঝে নিলো
বর্ণময় ইতিহাস নিয়ে ছুটে চলেছে, অথচ সময়ের ঝড়ে কোনো ধূলো।


Saturday, December 7, 2019

Ikea : Decorating your Catholic home

What a world they have left us!
And what great craftsmen we are
Regular fights for equality equity
Towards a finale with nothing left to share.
Definition, colour, flags and desires
Bright symbolism on humorous pyres.
Globalised in a post modern shower
Here we are, confused about a new affair.

May God save Ikea.


বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...