গ্রামের শীতেও রাস্তা জুড়ে গাড়ি;
শহর, তাই কি তোমার চিন্হ দাড়ি?
কেউ রংমশালের মেলায়
গুছিয়ে রাখছে মন,
কারোর ঠোঁট কাঁপছে ঠোঁটে
অথচ পাহারায় রত বিছুটিপাতার বন।
কেউ আঁকছে শব্দের বহুরূপ
কেউ guitar হাতে অন্ধকারের ধূপ,
সময় বলছে, রাখতে হবে না হদিস,
এই আবছায় শুধু চশমা বাঁচিয়ে চলিস।
আরও কত কে বাকি থেকে গেল মনে
তারা ভাবতে গিয়েও পায়ের শব্দ শোনে
কচুরিপানার নৌকোর কিছু ক্ষনে
ভুল করে যদি কচ্ছপ নামে রণে?
থাক সে কথা গোধূলির বুক ছুঁয়ে
কিছু সিন্দুকে অগভীর তালা ঝোলে।
শহর, তাই কি তোমার চিন্হ দাড়ি?
কেউ রংমশালের মেলায়
গুছিয়ে রাখছে মন,
কারোর ঠোঁট কাঁপছে ঠোঁটে
অথচ পাহারায় রত বিছুটিপাতার বন।
কেউ আঁকছে শব্দের বহুরূপ
কেউ guitar হাতে অন্ধকারের ধূপ,
সময় বলছে, রাখতে হবে না হদিস,
এই আবছায় শুধু চশমা বাঁচিয়ে চলিস।
আরও কত কে বাকি থেকে গেল মনে
তারা ভাবতে গিয়েও পায়ের শব্দ শোনে
কচুরিপানার নৌকোর কিছু ক্ষনে
ভুল করে যদি কচ্ছপ নামে রণে?
থাক সে কথা গোধূলির বুক ছুঁয়ে
কিছু সিন্দুকে অগভীর তালা ঝোলে।