Tuesday, March 6, 2018

Byatha

কবিতার প্যাঁচে হারিয়ে কি লাভ?
অঙ্ক করতে বসেছি, শেষ সন্ধ্যায় ;
অঙ্ক মিলবে না জানি, অযথা হিসাব।

তোর আকাশের তারা গুনছিলাম,
হাজার হাজার তুই, তোর প্রতিবিম্ব ;
আর আমার ভালোবাসার স্নিগ্ধ বদনাম।

তাই আমার কবিতা পড়িস না ঘুমের আগে
চোখ খুললেই সহস্র কবিতা পুড়ে ছাই;
অঙ্ক, আকাশ, কবিতা - ফোঁড়ায় ব্যাথা লাগে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...