প্রশ্ন করলেন বিধাতা,
"বল, রাজা হবি না কবি?"
জন্মের আগেই confusion
Danke বলি না mercy !
কবির নাকি পাল্লা ভারী
কান্না এলেই বরফ-পাত;
কিন্তু কঠিণ choice বড় -
যেদিকেই যাও, রাজার হাত!
আমি বললাম রাজাই ভালো,
খ্যাঁক হাসলেন বিধাতা;
খাতায় গেলাম কবির ঘরে,
যেমন আজ যাচ্ছি অযথা।
"বল, রাজা হবি না কবি?"
জন্মের আগেই confusion
Danke বলি না mercy !
কবির নাকি পাল্লা ভারী
কান্না এলেই বরফ-পাত;
কিন্তু কঠিণ choice বড় -
যেদিকেই যাও, রাজার হাত!
আমি বললাম রাজাই ভালো,
খ্যাঁক হাসলেন বিধাতা;
খাতায় গেলাম কবির ঘরে,
যেমন আজ যাচ্ছি অযথা।
No comments:
Post a Comment