Wednesday, August 23, 2017

Uttor, aj uttor nei

ভেজা তুলোয় মুখের এ রং ফ্যাকাশে হলো  কি না?
স্বব্দের ছক ভেঙে গুটি পকেটে পড়লো কি না?
উত্তর, আজ উত্তর নেই বন্ধ ঘরে মুখ লুকোনো খাট
চোরা নদীর স্রোতের মরীচিকায় শুধু পুড়েছে হাত।

কেন বলে দাও আমায়, কেন বলো না আমায়?
জোনাকির স্নিগ্ধতা খুঁজে ফের কেন এ ভোরবেলায়?

রেখো না এ বালুচরে ফল্গুর কোনো আশা
টিমটিমিয়ে জ্বলছে কোথাও ভবিষ্যতের চাষা
মোমবাতির ঘাম জমেছে, আগুন নিভতে যায়
রাজার বেড়াল পোষ মেনেছে, ইলেকট্রিসিটি খায়।

কেন বলে দাও আমায়, কেন বলো না আমায়?
কলমের মুখে কথাগুলো কেন বাষ্প হয়ে যায়?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...