Saturday, February 4, 2012

Khuchro...

যদি কথা হারিয়ে যায়
কোনো স্বপ্ন সন্ধানে ,
যেনো পথের কিছু অংশ তুমি পেরিয়েছ;
ঝুঁকি নিয়েছিলাম যেদিন, ভাবিনি
ডানা  মেলার সুযোগ এভাবে পাব;
উদাসীন নীরবতা আর কিছু স্মৃতি-পত্র ।

রাতের নিঃস্তব্ধতায় ফেরারী কল্পনা গুচ্ছ
হঠাত ভেসে আসে ল্যাম্প -পোস্ট এর সিক্ত আলোয়
ব্যালকনি, চা-এর কাপ, ঘড়ি তে এগারো;
sms এর স্বব্দে হঠাত-ই মনে পরা গল্প
ফিরে তাকাতে, এক calculator , কিছু রং-চটা পাতা
আর একটু পেছনে money -bag , কিছু খুচরো ...

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...