সমস্ত ভুলে যাওয়ার মাঝে,
মাঝরাত্রের ঝাড়বাতি হয়ে এসো।
যেমন পালকিতে আসে আশা
রুক্ষভূমির রঙিন আল্পনা হয়ে
ঠিক তেমনি,
সন্ধ্যেবেলার ঝড়ের মতো
পিঠ ভেজানো প্রেমের মতো
মুখচোরা, গোপন কলমের মতো
শান্ত, নিবিড় আলিঙ্গনের
মুগ্ধতা ছড়াতে এসো।
দূর নক্ষত্রে মিলিয়ে যাওয়ার পথে
ক্ষণিকের লাল ধূমকেতু হয়ে
অন্ধকারের রেশমী ছোঁয়ায় এসো;
নিঃশব্দের শব্দকনায়,
তরঙ্গিত আনন্দধারায়
হঠাৎ করে ভাবতে শেখার
প্রস্ফুটিত জ্ঞানের শিখায়
আলতো কোনো বাস্তবতায় ...আবার ফিরে এসো।