Saturday, October 26, 2024

ঘরে ফেরার দিন

 শনিবার আমার ঘরে ফেরার দিন;

ছোটবেলায়, ছুটির দুপুরে, মধ্য-কলকাতার ছাদে 

শিশু ধোঁয়ার ওপারে স্টীলের হাওড়া ব্রিজ,

আমার অবুঝ, অবাক চোখ, খুঁজে পায় 

আজকের অবুঝ, অবাক  আমাকে। 

একে ওপরের দৃষ্টিতে বন্দি :

'তুমি কি চেয়েছিলে সেদিন?'

 - 'তুমি আজ কি চেয়েছো?'

তোমার পিছিয়ে থাকা দুপুর 

আমার এগিয়ে যাওয়ার হাতছানি -

আমি আর তুমি মিলেমিশে একাকার 

যা ছিল, তারই কিছু আছে; বাকিটা কোথায়?

 

 আয়নায় দেখি পথ বেঁকে যাওয়া জীবন কবিতা

ছোটবেলার উঠোন জুড়ে হেমন্তের ঝরা পাতা।

Thursday, October 10, 2024

Criticality

 I'm a man of critical points

You know, the safety of a boundary,

The predictibility of homogeneity,

Yet the gradual approach of a change,

The unevenness of the future,

The risk of sudden change of state;

But not quite the surrender to chaos -

That's where I belong - 

Within the utter mad world of fluctuations;

A divergent being, steadily self similar 

And utterly indifferent to microscopics.

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...