শনিবার আমার ঘরে ফেরার দিন;
ছোটবেলায়, ছুটির দুপুরে, মধ্য-কলকাতার ছাদে
শিশু ধোঁয়ার ওপারে স্টীলের হাওড়া ব্রিজ,
আমার অবুঝ, অবাক চোখ, খুঁজে পায়
আজকের অবুঝ, অবাক আমাকে।
একে ওপরের দৃষ্টিতে বন্দি :
'তুমি কি চেয়েছিলে সেদিন?'
- 'তুমি আজ কি চেয়েছো?'
তোমার পিছিয়ে থাকা দুপুর
আমার এগিয়ে যাওয়ার হাতছানি -
আমি আর তুমি মিলেমিশে একাকার
যা ছিল, তারই কিছু আছে; বাকিটা কোথায়?
আয়নায় দেখি পথ বেঁকে যাওয়া জীবন কবিতা
ছোটবেলার উঠোন জুড়ে হেমন্তের ঝরা পাতা।