Monday, November 13, 2023

মেঘের সাঁঝবাতি

 শান্ত স্বভাবের তারা তুমি

 ঝড়ের দাপটে যখন সাঁঝবাতি উত্তাল

বিশ্ব তাকিয়ে থাকে তোমার দিকে

তুমি বিশ্বাস ফেরাও। নম্রতায়।

আমি উঠে জানালা ভেজিয়ে দিই 

তুমি আছো জেনে,  

বৃষ্টি থেকে আগামীকে বাঁচাতে।

শব্দ হয় পাতার শিহরণের, আকাশের গাম্ভীর্য

আমি মন দিয়ে মোমবাতি দেখি

তার স্নিগ্ধ আলোয় রঙের খেলা,

কোথায় যেন শুরু, কোথায় তার ক্ষয়; বিস্ময়!


ছেলেবেলার তাকে সাজা বড় হয়ে ওঠায়,

নির্ভুল অঙ্ক, ভূগোল, ব্যাকরণ খাতায়

 আছে কত কবিতার বুক, উপন্যাসের হৃদয়।।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...