Thursday, August 17, 2023

আঁধারপুরী

 আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। 

পর্দা নামানো আছে; পাছে আঁধার পালিয়ে যায়। 

বন্ধ আছে সর্বনাশী আলোর প্রবেশাধিকার;

আলো দূষণ ছড়িয়েছে গঠনের মূলে -

আদি-অনন্ত তার বিচারহীন সাক্ষী। 

এই ঘর আমার, জমি আমার, দেশ আমার;

শক্তি, নিয়ম, অধিকার কেবল আমার। 

আঁধারপুরী সামলাবে অমরত্বের নিশান।


কে বলে, আলোর প্রয়োজন আছে জগতের? জীবনের?

 কিচ্ছুর প্রয়োজন নেই। না আলোর, না জীবনের।

জগৎ অন্ধকারের পূজারী - আলো অস্থিরতা ভিন্ন আর কিছু নয়।

অথচ সব জিজ্ঞাসা, তৃষ্ণার গভীরে সে বাসা বেঁধে আছে,

সুযোগ পেলেই বিস্ফোরণ ঘটানোর মতলব !

ফিরে যাও আলো, এখানে তোমায় দরকার নেই কারোর।

 

তিমিরের ক্ষমতাকে অগ্রাহ্য করা তোমার নেশা -

তুমি মোহিনী, তিমিরকে ফাঁকি দাও তমসা রূপে 

ছুটে চলে গেছো তার গহ্বর থেকে দূর-দূরান্তে

কেন? এই তোমার স্বধর্ম - ব্যাস, এই অজুহাতে?

অনেক সাধনায় আজ এই আঁধারপুরী গড়েছি 

লড়াই করো না। দরজা বন্ধ, জানালা রুদ্ধ - ফিরে যাও ।।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...