কবিতা হারিয়ে যাচ্ছে প্রিয়তমা
আমিও হারাচ্ছি, দিন দিন প্রতিদিন, প্রতি বেলা
কখনো স্মৃতির ডাকে, কখনো ঘরের বাঁকে
তুমি ফিরে দেখবে কবে, আবার -
হারাবো তোমার চোখে।
ফিরে তাকাও না; বোঝো তো আকুতি আমার!
প্রেমিক আমি। ভুল করেই নয় প্রেম দিলে আরও একবার।
ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...